Skip to main content

Posts

Showing posts from August, 2019

জটায়ুর দলবদল

          ঘুম থেকে উঠে লালমোহন বাবু ওরফে জটায়ু খবরের কাগজটা বাঁহাতে ধরে সবে চায়ের কাপে একটা চুমুক দিয়েছে ওমনি মোবাইলটা বেজে উঠলো। কাগজটা তাড়াতাড়ি সরিয়ে নিয়ে ফোনটা ধরতে গিয়ে খানিকটা চা ছলকে পড়লো। যাইহোক ওধার থেকে এক ধীর স্থির গলা শুনে আরও চমকে উঠলো।           ' হ‍্যালো লালমোহন বাবুতো! ব‍্যোমকেশ বলছি, কেমন আছেন।' তিন বার কেশে গলা পরিস্কার করে জবাব দেয় ' হ‍্যাঁ, মানে ভালো আছি, কিছু বলবেন?'           'আরে বলবো আর কি, আপনার খোঁজ পাইনি অনেক দিন তাই ফোন করলাম। এখন তো আপনাদের হাতে তেমন কোন কাজ নেই...।'           'ইয়ে আর কি ফেলুবাবুর শরীরটা বেশ কিছুদিন ঠিক যাচ্ছেনা তাই ঘরেই আছি, আর ইদিকে আমার সাম্প্রতিক রহস্য কাহিনীও শেষ করে প্রেসে দেওয়ার পর একদম ফ্রি।'          'বাঃ, তাহলে আর দ্বিধা কেন চলে আসুন, চুটিয়ে গল্প করা যাবে। আরে অত না ভেবে আজ সন্ধ্যা বেলায় চলে আসুন।'          'অগত‍্যা' বলে লালমোহন বাবু ফোনটা রেখে দেয়। কিন্তু পরমুহূর্তেই একরাশ চিন্তা নিয়ে ভাবতে থাকে। প্রাত‍্যহিক কাজকর্ম সারতে একটু দেরি হয়ে গেলো তারপরে ১০টা নগাদ  ড্রাইভারকে গাড়িটা

অপেক্ষা

       অপেক্ষা বেশ ছিলাম নিজের মতো। চাকরি আসা যাওয়া বসের ঝাড় খাওয়া আর বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে একটু এনার্জি সংগ্ৰহ করে আবার পরের দিনের কাজের মধ‍্যে ঝাঁপিয়ে পড়া। মাস মাইনের প্রথম দশ বারো দিন একদম রাজার মতো চলা। সকাল বিকেল সেই গানটা গুনগুন করতো - মেজাজটাতো আসল রাজা....। কিন্তু কাল হলো সেই শান্তিনিকেতনে এক বসন্তোৎস্তবে উপস্থিত হয়ে দোল খেলা দেখতে যাওয়া। সুবিমল ও তমসার জেদাজেদিতে যেতে হয়েছিল তারপর হঠাৎই সেখানে বসন্তোৎসবে মেতে ওঠা, নন্দিনীর আড় চোখে দেখা আর আমার মনের মধ্যে প্রথম প্রেমের শিহরণ জাগিয়ে হাজার কল্পনার জাল বোনা। তারপর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া সেই প্রথম প্রেমের কাহিনী অনেক দিন মনের মধ্যে আলোড়ন ফেলে থাকলেও আস্তে আস্তে তার আবেশটা কেটে গেছে। প্রথম প্রেমের রোমাঞ্চ আজ আর নেই। সুবিমলদের সঙ্গে অনেক দিন‌ই নানা বিষয়ে গল্পগুজব হলেও এ বিষয়ে কোনো কথা হয়নি।        শ‍্যামলী আমার পিসতুতো বোন,  অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎই ফোন , ' কিরে দীপাঞ্জনদা কেমন আছিস আজকাল তো আসিস‌ই না'! সত্যি আগে যাতায়াত ছিল , অনেক দিন যাওয়া হয়নি,                             '       'হ‍্যাঁরে ঠিক বল