Skip to main content

Posts

Showing posts from February, 2019

অমলতাস

        একরাশ ফুলের গোছা এনে সুবিমল ধরিয়ে দিল তমসার হাতে। লাজুক ভাব নিয়ে তমশা জানতে চাইল,                             'হঠাৎ আবার ফুল কেন, তাও আবার হলুদ!'       'তাতে কি , নাম জানো এটার! অমলতাস, কি রোমান্টিক নাম তাই না!'       'ওমা তাই তবে ভ‍্যালেনটাইন ডে তো অনেক আগেই পেরিয়ে গেছে এখন আবার....' সুবিমল আবেগ নিয়ে বলে ' ফেব্রুয়ারিতো এখনো শেষ হয়নি আমরা নাহয় এই লাল গোলাপের বদলে হলুদ অমলতাস দিয়েই সেলিব্রেট করি।' এবার তমসা যেন আরও একটু রোমান্টিক হয়ে উঠে আর সেটা তার চোখ মুখের চাওনিতে বুঝিয়ে দিয়ে ফুলের গোছাটাকে বুকে চেপে ধরলো।          তমসা আগেই পার্কে পৌঁছে গেছিল, আমার অপেক্ষায় হয়তো একটু বোর হচ্ছিল। সুবিমলের একটু দেরি হয়ে গেছে। রাস্তায় আমায় দেখতে পেয়ে পাকড়াও করলো। অনেক দিনের বন্ধু সব কথা খুলেই বললো ,         'দেরি হচ্ছে তাই তমসা রেগে ফায়ার হয়ে গেছে নিশ্চয়, তুই সঙ্গে থাকলে ম‍্যানেজ হয়ে যাবে। প্লিজ আমায় একটু হেল্প কর' । যদিও আমি কাবাবমে হাড্ডি, তাও রাজি হয়ে গেলাম।           এতক্ষণ ওরা নিজেদের মধ্যে ব‍্যস্ত থেকে মন দেওয়া নেওয়া করছিল হঠাৎ খেয়াল হয়েছে

না ভৌতিক নয়

      হাতের কাজটা মোটামুটি শেষ করে সবে লাঞ্চ বক্সটা খূলে দু এক  দিয়েছি আর অফিসের ফোনটা বেজে উঠলো। বেশ কয়েক বছর আগের কথা, আজকের মতো তখনও হাতে হাতে মোবাইল হয়নি অফিসের ল‍্যান্ডলাইন‌ই ছিল যোগাযোগের ভরসা। ফোনের ওপারে থেকে এমনই এক দুঃসংবাদ ভেসে এলো যা কোনদিন কল্পনাও করিনি।           ' আমি কুলতলি থেকে তমাল বলছি, ইয়ে মানে খুবই খারাপ একটা খবর‌ আছে।' বিবেক আমার এক আত্মীয় কুলতলিতে থাকে।           ' হ‍্যাঁ ব'ল, কি এমন দুঃসংবাদ?'           ' তোমাদের ছোটকাকু খুবই অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা ভালো নয়। তোমরা এক্ষনি চলে এসো।' ঘোর কাটতে কয়েক মুহুর্ত লাগল, 'ঠিক আছে এক্ষুনি আসছি' বলে ফোনটা কেটে দিলাম। তাড়াতাড়ি অফিসে জানিয়ে বাড়ি এলাম।             আমার স্ত্রী ও আমার মাকে খবরটা দিয়ে রেডি করে সবাইকে নিজেই গাড়ি নিয়ে বেড়িয়ে পরলাম। ছোটকাকা বয়সে আমার থেকে তিন চার বছরের বড়, দুজনেই প্রায় বন্ধুর মতো মেলামেশা করতাম। আজকাল যে যার নিজের কাজে ব‍্যস্ত থাকায় যোগাযোগটা কমেই গেছিল। কিন্তু এই রকম একটা খবর পেয়ে মনটা খুব উতলা হয়ে গেল। মায়ের‌ও প্রায় ছেলের মতো ছিল,