Skip to main content

Posts

Showing posts from January, 2019

দাঁত কে লিয়ে

                         ।।    দাঁত কে লিয়ে   ।।          দাঁত কে লিয়ে আইয়ে....। ঝাড়খণ্ডের একটা জায়গায় বেড়াতে গেছি। প্রথম দিন বেশ হৈ হৈ করে কাটলেও পরের দিন শুরু হলো দাঁতের ব‍্যাথা। কখনো টিসটিস কখনো দপদপ নানা রকম অনুভূতি দিয়ে শুরু হয়েছে দাঁতের ব‌্যাথা। বেড়ানোটাই মাটি হয়ে যাচ্ছে। অগত‍্যা রাস্তার পাশে ঐ হোর্ডিং দেখে দাঁত কেলিয়ে ঢুকে পড়লাম। মাঝবয়সী একজন সাদা অ্যাপ্রন গায়ে, ডাক্তার বলেই ধরে নিলাম। ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধ‍রার মতো অবস্থা যা হোক একজন হলেই হলো। উনিই এখন আমার ত্রাতা, আমার মুশকিল আসান। আমার হাত ধ‍রে তুমি নিয়ে চল সখা আমি যে পথ চিনিনা। একটা লম্বাটে চেয়ারে বসিয়ে কাঁটা চামচার মতো দুএকটা যন্ত্রপাতি দিয়ে খোঁচাখুঁচি করে আরও ব‍্যথা বাড়িয়ে দিলো। ক‍্যায়া হুয়া জিঞ্জাসা করতেই বলে উঠলো, 'শোচনেকা কুছ নেহি , দো দাঁতমে প্রাবলেম হ‍্যায়। উঠা দে রহা হু, আধা ঘন্টা লাগেগা'!         'না না আমি এখন দাঁত তোলাবনা' বলেই তড়াক করে উঠে দাঁড়িয়ে চলে আসার মতলব করছি। সেটা বুঝতে পেরে বলে ' ঠিক হ‍্যায়, মেডিসিন দে রহা হুঁ থোড়া আরাম মিলেগা'। সেই ভালো, ওষুধ নিয়ে টাকা মিটিয়ে চলে এলাম। দ