Skip to main content

Posts

Showing posts from February, 2018

উত্তরবঙ্গে কয়েকদিন

এর আগে তিনবার দার্জিলিংযাওয়ার সমস্ত ব্যবস্থা করেও নানা কারণে সম্ভব হয়নি । তা ‍ ইএবার দার্জিলিংএর আশপাশেএকটু নিরিবিলি স্থানে শান্তপরিবেশে প্রকৃতির  সৌন্দর্যতার স্বাদ নেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য ।                          NJP স্টেশনথেকেআগেথেকেগাড়িতেভোরেশুরুহলোযাত্রা 44 কিমি দুরে লাটপানচার । সকালে ঘন কুয়াশা কিছুটা নিরাশকরে দিলো । সিকিম হাইওয়ে ধরে কালিঝোরা থেকে বাঁক নিয়ে চড়াই ও ততোধি কখারাপ 13 কিমি রাস্তা শুরু হলো । 8 টার সময় পৌঁছলাম পদম গুরুং এর হোমস্টে । হার হিম করা ঠান্ডায় গরম চায়ের উষ্ণ অভ্যর্থনার পরএকটু বিশ্রাম করে শুরুহলো আমাদেরযাত্রা । পায়ে পায়ে এগোলাম 2 কিমি দুরে সারসরি ধারারা দিকে , যেখান থেকে কাঞ্চনজঙ্গা ভালো দেখা যায় । রাস্তা ভালো হলেও চড়াই উৎরাইএ অসুবিধে হচ্ছিলো । কিন্তু কুয়াশা আর ‌ ও ঘনহ ‌ ওয়ায় শেষ পর্যন্ত না গিয়ে ফিরে এলাম । বিকেলে গাড়ি ভাড়া নিয়ে মহানন্দা জঙ্গলসাফারি । ঘন জঙ্গলে হাতির দল বেরনোয় বেশি ভেতরে যাওয়া সম্ভব হলোনা । কিন্তু নতুন অভি ‍ জ্ঞতা হলো সিঙ্কনা গাছের ঘন জঙ্গল দেখে । ম‍্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরীতে একসময় এই গাছের খুব চাহিদা থাকলেও আজ প্রয়োজন