Skip to main content

Posts

Showing posts from September, 2018

অভিটের আড়ালে

।।অডিটের আড়ালে।। চ্যাটার্ড আ্যকাউটেন্সি পড়তে গিয়ে আর্টিকল থাকার সময় অনেকর মতো আমারও স্কুল অডিট করার সৌভাগ্য হয়েছিল। হয়তো বা আমার কাছে সুযোগটা একটু বেশী মাত্রাতেই এসেছিল। এক একটা স্কুলের এক এক রকম পরিবেশ তাদের মধ্যে গিয়ে অডিটর হিসেবে খবরদারি করা তার অনুভুতিটাই একদম অন্যরকম। খুবই খাতির যত্ন পাওয়া গেলেও অসুবিধে বিপদ আপদ নেহাতই কম ছিলনা। কোন স্কুলে বৃষ্টিতে ভিজতে ভিজতে  ছয় সাত কিলোমিটার হাঁটতে হয়েছে আবার কোথাও কোন  স্কুলে হেডমাষ্টার আর সেক্রেটারীর ঝগড়ার মুখে পড়েছি আর সেখান থেকে বেড়িয়ে অন্য স্কুলের জন্য রওনা দিয়েছি। তখনকার দিনে ফোনের এত প্রচলন বা সুযোগ সুবিধা কোনটাই ছিলনা তাই সেখানেও না বলে যাওয়ায় আবার কোন অসুবিধের সামনে পড়া এই রকম নানা ঘটনার সামনে পড়তে হতো। বয়স তখন কম ছিল এইসব রোমাঞ্চকর ঘটনাগুলো ভালই উপভোগ করতাম। আমডাঙ্গা গার্ল্স স্কুলে অডিট করতে গেছি সঙ্গে আমার কালিগ তপন। স্কুলেই লাইব্রেরী রুমে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। হেড মিস্ট্রেস খুব জাঁদরেল মহিলা স্কুল কম্পাউন্ডের মধ্যেই তাঁর কোয়ার্টারে থাকেন। অবিবাহিতা সঙ্গে এক যুবতী সবসময় থাকে ও তাঁর দেখাশোনা করে। হেড মিস্ট্রেস ,বেলা সরকার , এ