Skip to main content

Posts

Showing posts from July, 2019

ভুটানের টান

ভু টানের টান ভুমিকা ও প্রথম পর্ব             আবার বেড়াতে যাওয়ার একটা সূযোগ এলো। এবার ভূটান। আবার সেই ডাস্টারে মেয়ে, জামাই, তার মা, প্রায় পাঁচ বছরের নাতির সঙ্গে আমরা দুই বুড়ো বুড়ি স‌ওয়ার হলাম। না গেলে অবশ্যই এমন সুন্দর দেশের অনেক কিছু অদেখাই থেকে যেতো। আদর্শ সময় সেপ্টেম্বর অক্টোবর হলেও মে মাসের শেষে সন্ধ্যা ছটায় আসানসোল থেকে র‌ওনা দিলাম।        উত্তর পূর্ব ভারতের সংলগ্ন দেশ ভুটান। ভুটান শব্দটি  এসেছে সংস্কৃত শব্দ "ভূ-উত্থান" মানে "উঁচু ভূমি"। সুন্দর পাহাড় ও নদী, একাধিক প্রাচীন মঠ ও সুন্দর মানুষ দিয়ে সাজানো ছোট্ট একটি দেশ ভূটান । ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু। ফুন্টসলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। যাত্রা শুরুর আগে এই দেশের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া অবশ্যই দরকার।          ১২শ শতকে এখানে দ্রুকপা কাগিউপা নামের বৌদ্ধধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয় এবং এটিই বর্তমানে ভূটানের বৌদ্ধধর্মের প্রধান রূপ। ১৬১৬  সালে নগাওয়ানা নামগিয়াল নামের এক তিব্বতি লামা  ভূটানের উপর বারবার তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভূটান এলাকাটি একটি সংঘবদ্ধ দেশে পরিণত হতে শু