Skip to main content

Posts

Showing posts from October, 2018

স্বপ্নে তোলা ছবি  

                           স্বপ্নে তোলা ছবি         চাকরি থেকে অবসরের পর প্রথম প্রথম চিন্তা হতো কি করবো সারাদিন কিকরে সময় কাটবে। শুভাকাঙ্ক্ষীরা উপদেশ দিল ঘুরে বেড়ান। উপদেশটা বেশ মনঃপুত লাগলো। এর আগে নানা কারণে বেড়ানো আমাদের খুব একটা হয়ে ওঠেনি। এবার তাহলে সময় করে বেড়িয়ে পড়া যাবে। " দেখবো এবার জগৎ টাকে, কেমন ঘুড়ছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে..…"। প্রথমেই একটা মাঝামাঝি রকমের DSLR ক‍্যামেরা কিনে ফেললাম। ছবি তোলার সখ বহুদিনের।পুরনো রীল ভরা অটোমেটিক ক‍্যামেরা তার কৌলীন‍্য হারিয়েছে। তাই পু্রনো ক‍্যামেরার মায়া ত‍্যাগ করতেই হলো। এখন সব ডিজিটাল যুগ।ডিজিটাল ঘড়ি,ডিজিটাল ব‍্যংক, ডিজিটাল ইন্ডিয়া।           যাইহোক তল্পিতল্পা বেঁধে, কাঁধে ক‍্যামেরার ব‍্যাগ ঝুলিয়ে আমার জীবন সঙ্গীনির সাথে বেড়িয়ে পড়লাম। কখনো প্রতিবেশী, কখনো আত্মীয়, কখনো ট্যুর কম্পানি, কখনো বন্ধুদের সাথে বেড়ানো চলছে। চড়ৈবেতি চড়ৈবেতি। পাহাড় সমুদ্র জঙ্গল মন্দির মসজিদ আরও কত কি। শুধু বেড়ানোইতো নয় সঙ্গে ছবি তোলা। যেখানে যা ফটোগ্ৰাফিক মেটিরিয়াল পাচ্ছি লেন্সবন্দী করে স্মৃতির ভান্ডার ভরিয়ে তুলছি। একবার করে একটা জায়গা বেড়িয়ে আসছি রো