Skip to main content

Posts

Showing posts from February, 2020

আমার ছড়া

      ।। সধবার একাদশী ।।                                    কাবলিওয়ালার ব‌উ দেখিনি পাঞ্জাবীদের টাক দেখিনি বোরখা পরে তোলা সেলফি দেখিনি নাঙ্গা বাবার  কাপড়জামা দেখিনি। গুজরাটেতে মদ চলেনা অরুনাচলে মদের নিষেধ চলেনা নৈনীতালে ফ‍্যান চলেনা লে লাদাকে রেল চলেনা। আইসক্রীমে বরফ নেই শ‍্যাওড়া গাছে পেত্নী নেই কৃষ্ণনগরে কৃষ্ণ নেই আজ লাইফ আছে জীবন নেই।                      ।। রসগোল্লা ।।                             পান্তোয়া সন্দেশ যতকিছু আনোনা বাংলার রসগোল্লা তার নেই তুলনা। নানাভাবে তোলপাড় কতকিছু ঝামেলা নবীনের নব আবিষ্কার নাম রসগোল্লা। আসল ছানার গোল্লা সেতো হাবুডুবু রসে  একটা দুটোয় কার‌ও মন থাকেনা বশে। তাই নিয়ে খুশী ছিলো বাঙ্গালী ও বাংলা সহসা কে ভাগ নিল, কিযে হবে সামলা। উৎকল বাসী কয় বাংলার কেন তব কহ'রে আমরাই দিয়ে থাকি জগন্নাথ আহারে। দল বেঁধে এগিয়েছে বাংলার ময়রা রসগোল্লার দাবী থেকে সরছিনা ভাইরা। রেষারেষি বেড়ে গিয়ে কার‌ও নেই স্বস্তি তরজাটা চলে গেল হাইকোর্ট অবধি। অবশেষে জি আই ট‍্যাগ হ'লো বাংলার‌ই জন্য জানিনাকো র‌ইলো কি স্বাদটা, নাকি হবে অন‍্য।                 ।। ল