Skip to main content

Posts

Showing posts from December, 2018

ডুয়ার্সের ডায়েরী

ডুয়ার্সের ডায়েরী পর্ব-১ এর আগে দার্জিলিং যাওয়ার সমস্ত ব‍্যবস্থা করে‌ও নানা কারণে সম্ভব হয়নি। তা‍ই এবার দার্জিলিংএর আশপাশে একটু নিরিবিলি স্থানে শান্ত পরিবেশে প্রকৃতির সৌন্দর্যতা স্বাদ নেওয়াই ছিল আমাদের উদ্দেশ‍্য।      NJP স্টেশন থেকে আগে থেকে গাড়িতে ভোরে শুরু হলো যাত্রা 44 কিমি দুরে লাটপানচার। সকালে ঘন কুয়াশা কিছুটা নিরাশ করে দিলো। সিকিম হাইওয়ে ধরে কালিঝোরা থেকে বাঁক নিয়ে চড়াই ও ততোধিক খারাপ 13 কিমি রাস্তা শুরু হলো। 8টার সময় পৌঁছলাম পদম গুরুং এর হোম স্টে। হার হিম করা ঠান্ডায় গরম চায়ের উষ্ণ অভ্যর্থনার পর একটু বিশ্রাম করে শুরু হলো আমাদের যাত্রা। পায়ে পায়ে এগোলাম 2 কিমি দুরে সরসরি ধারার দিকে, যেখান থেকে কাঞ্চনজঙ্গা ভালো দেখা যায়। রাস্তা ভালো হলেও চড়াই উৎরাইএ অসুবিধে হচ্ছিলো। কিন্তু কুয়াশা আর‌ও ঘন হ‌ওয়ায় শেষ পর্যন্ত না গিয়ে ফিরে এলাম। বিকেলে গাড়ি ভাড়া নিয়ে মহানন্দা জঙ্গল সাফারি। ঘন জঙ্গলে হাতির দল বেরনোয় বেশি ভেতরে যাওয়া সম্ভব হলোনা। কিন্তু নতুন অভি‍জ্ঞতা হলো সিঙ্কনা গাছের ঘন জঙ্গল দেখে। ম‍্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরীতে একসময় এই গাছের খুব চাহিদা থাকলেও আজ প্রয়োজন কমে এসেছে, তাই এখন লাভ